Sunday, October 13, 2024

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ

- Advertisement -

দেশের নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রাজনৈতিক দল ‘হিজবুত তাহরীর’র স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল শুরু করা হয়।

বিক্ষোভ মিছিলে দলটির নেতারা বলেন, ২০০৯ সাল বাংলাদেশের একটি কালো অধ্যায়। এই সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস ৫৮ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। একই বছর হাসিনা সরকার হিজবুত তাহরীকে জননিরাপত্তা অজুহাতে নিষিদ্ধ করেছে। শেখ হাসিনা সরকার কর্তৃক তৈরি করা ডিজিটাল বা সাইবার সিকিউরিটি আইন করেছে। এই আইন দিয়ে সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের কন্ঠরোধ করে রাখা হয়েছে। এরমধ্যে দিয়েই হাসিনা স্বৈরাচার শাসক রূপে আবির্ভূত হয়েছে। আমরা সাইবার আইনসহ ৫৪ ধারা ও বিশেষ ক্ষমতাসহ সকল কালো আইন বাতিলের দাবি জানাই। তবে কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে সমাবেশে অংশগ্রহণকারী কোনও নেতার নাম প্রকাশ করা হয়নি।

হিজবুত তাহরীর আয়োজিত বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম হয়ে প্রেসক্লাব এলাকা ঘুরে আবারও বায়তুল মোকাররম এলাকায় গিয়ে শেষ হয়।

রাতদিন-ডিজিটাল ডেস্ক/জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত