Wednesday, December 4, 2024

ভারত থেকে দর্শনা বন্দরে এলো রেলের ৩০ ওয়াগন

- Advertisement -

চুয়াডাঙ্গা প্রতিনিধি- ভারত থেকে কেনা রেলের মালবাহী ৩০টি ওয়াগন বাংলাদেশে এসেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ওয়াগানগুলো চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে প্রবেশ করে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন সরকার এই ওয়াগনগুলো কিনতে চুক্তি করে। সে অনুযায়ী শনিবার ৩০টি বিসি মালবাহী ওয়াগন ও একটি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে।

ভারতের বিএলএন গেদে রেলস্টেশন থেকে ছেড়ে এসে দুপুর সারে ১২টার দিকে দর্শনা রেলবন্দরে এসে পৌঁছায় ওয়াগনগুলো।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, এসব ওয়াগন ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা রয়েছে। সে মোতাবেক পাঠানো হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত