যশোরে চাঁদার দাবিতে খুন করার উদ্দেশ্যে জখম, ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরতলীর চাঁচড়া রায়পাড়ার মশিউর রহমান ওরফে খোকনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) শনিবার ৫ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন।মামলায় শংকরপুরের দুঃধর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবসহ ৭ জনকে আসামি করা হয়। আসামিরা হচ্ছে শংকরপুর আলতাবের মোড়ের তৌহিদ কাজির ছেলে ভাইপো রাকিব (২৮), একই এলাকার তৈয়ব আলীর ছেলে সাব্বির (২৭), শংকরপুর আশ্রম মোড়ের সেলিমের ছেলে মাহাবুব (২৯), মিজান (৩৫), চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির আক্কাসের ছেলে বিল্লাল (৩০) শহরের বেজপাড়ার প্রশান্ত (৩৭) ও শহরতলীর পুলের হাটের আকুর ছেলে ফারুক (৩৫)।শহরতলীর চাঁচড়া রায়পাড়ার মশিউর রহমান ওরফে খোকনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) শনিবার ৫ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন।
মামলায় ফরিদা বেগম উল্লেখ করেছেন, আমার স্বামী মশিউর রহমান খোকনের ঈগলু আইসক্রীম যশোরের ডিলারশীপ রয়েছে। আসামি মাহাবুবকেও ঈগলু আইসক্রীম যশোরের ডিলারশীপ প্রদান করা হয়। ঢাকার ঈগলু আইসক্রীম কোম্পানি কর্তৃপক্ষ আমার স্বামীকে ঝিকরগাছা থানা এলাকায় আইসক্রীম বিক্রি করার অনুমতি প্রদান করে। আসামি মাহাবুব ঝিকরগাছা থানা এলাকায় আইসক্রীম বিক্রি করা শুরু করলে আমার স্বামী খোকন ঈগলু আইসক্রীম কোম্পানী ঢাকার হেড অফিসে জানিয়ে দেয়। এর জের ধরে ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে আসামি মাহাবুবের ভাড়া করা সন্ত্রাসী ভাইপো রাকিব ও সাব্বির বাসায় এসে আমার ছেলে জুয়েলকে খোঁজাখুজি করে ও আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা আমাকে গালিগালাচ করে ও হুমকি দেয়। আমার ছেলে জুয়েল (২৫) ও তার বন্ধু চাঁচড়া পাড়ার হারুনের ছেলে হাসানকে (২৫) নিয়ে দোকান থেকে আইসক্রীম বিক্রির টাকা উত্তোলনের জন্য শনিবার সন্ধ্যায় শংকরপুর আলতাফের মোড় ব্রাক স্কুলের সামনে রাস্তার পাশে উপস্থিত হলে আসামি মাহাবুবের হুকুমে আমার ছেলে জুয়েলের উপর উল্লিখিত সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা জুয়েলকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করে। এ সময় সন্ত্রাসী জুয়েলে কাছ থেকে আইসক্রীম বিক্রয়ের ২৭ হাজার ৫ শ টাকা ছিনিয়ে নেয়।
রাত-দিন সংবাদ