Wednesday, September 18, 2024

স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেল স্ত্রী

- Advertisement -

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানিতে সাবেক স্বামী ইলিয়াসের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন রিনা বেগম (৪০) নামে এক চাতাল শ্রমিক। রোববার (১২ জুলাই) রিনা বেগম জানান, গভীর রাতে সাবেক স্বামী ইলিয়াস তাকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান।পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলছে, অ্যাসিডদগ্ধ ওই নারী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি এবং অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।আহত রিনা বেগম জানান, তিনি লাউজানি এলাকায় খোরশেদ আলমের ধানের চাতালে কাজ করেন। ইলিয়াস একজন মাদকসেবী। তিনি প্রায়ই তাকে মারধর করতেন। সে কারণে তিনি ২০ দিন আগে তাকে তালাক দেন। এরপর ঝিকরগাছার নওদাপাড়া গ্রামের বাড়ি ছেড়ে তিনি ও তার বড় মেয়ে চাতালে থাকতে শুরু করেন। শনিবার রাতে ভুল করে দরজা না লাগিয়েই ঘুমিয়ে পড়েন তারা। দিবাগত রাত আড়াইটার দিকে ইলিয়াস চাতালের ঘরে প্রবেশ করে এবং টর্চ জ্বালিয়ে রিনার মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যান। এতে তার মুখ, গলা ও বুক ঝলসে যায়। ভোর ৫টার দিকে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আহত রিনার মেয়ে শিল্পী খাতুন জানান, রাত আড়াইটার দিকে মায়ের চিকিৎকার শুনে তিনিসহ আশপাশের ঘরের লোকজন বাইরে আসেন। এরপর তাকে গোসল করানো হয়। তিনি আরো বলেন, তার পিতা কোন কাজকর্ম করে না। মাদক সেবনের টাকার জন্য প্রায় তার মাকে মারপিট করত। তিন মাস আগে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তারা চাতালে এসে বসবাস শুরু করেন। এখানে এসেও টাকার জন্য জ্বালাতন করায় মা ২০দিন আগে বাবাকে তালাক দেন। এরপর গতকাল রাতে চাতালের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং মাকে অ্যাসিড মেরে পালিয়ে যায়।যশোর জেনারেল হাসপাতালের ডা. কামরুজ্জামান জানান, ওই নারীর মুখমণ্ডল, বুক, পিট ও হাতের কিছু অংশ ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে। কিন্তু তার পরিবার তাকে ঢাকায় নিতে সক্ষম নয়।এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি এবং অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত