- Advertisement -
যশোরে সোমবার আরো ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১হাজার ৪৮। আক্রান্তের মধ্যে যশোর সদরে রয়েছেন ৩১জন।এ ছাড়া শার্শা উপজেলায় ১২, মণিরামপুরে ৬, ঝিকরগাছায় ৫, চৌগাছায় ৪, কেশবপুরে ৩, অভয়নগরে ২ ও বাঘারপাড়ায় ১ জন শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি। তিনি আরো জানান, যবিপ্রবি থেকে আসা ১৭২ নমুনার ফলাফলে ৬৪জন পজেটিভ হয়েছেন। এছাড়া মোট সুস্থ্য হয়েছেন ৪শ৯৬ জনও মৃত্যু হয়েছে ১৫ জনের।
রাতদিন সংবাদ
- Advertisement -