আগামী ২০ তারিখ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জনতার বাধায় প্রতিহত হবে ভোট ডাকাতি। এবারের ভোট হবে জনতার ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। যশোর জেলা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন। একই সাথে নেতা কর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া বুধবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সভায়
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, নির্বাচনে দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে বিজয়ী করতে সকলে একাট্টা হয়ে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী নূর-উন-নবী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ। সভায় জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, মারুফুজ্জামান কাঞ্চন, কামরুল হাসান চুন্নু, আরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, জহিরুল ইসলাম শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
রাতদিন সংবাদ