ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় সড়ক দুর্ঘটনায় চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল আহত হয়েছেন। এসময় তার সাথে থাকা ৮ সহযোগীও আহত হয়েছেন।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে নায়ক রুবেলকে বহনকারী মাইক্রোবাসটি একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তারা সবাই ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছিলেন।
আহতরা হলেন, ঢাকার মগবাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪), কিশোরগঞ্জের মাইক্রোবাসের ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬) প্রমুখ। বাকিদের নাম পাওয়া যায়নি।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছিলেন চিত্র নায়ক রুবেল ও তার ৮ সহযোগি। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে একটি
যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশে একটি তেঁতুল গাছের সাথে মাইক্রোবাসটি ধাক্কা লাগে। এতে রুবেলসহ ৯ জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়াও দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের মস্তফাপুরের হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী বলেন, দুরপাল্লার একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সবাইকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
রাতদিন সংবাদ