জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের পরিচিত ও সকলের প্রিয় সংগঠন হাসি মুখের ব্যত্রিক্রমী প্রতিযোগিতা সফল ভাবে শেষ হয়েছে। বঙ্গবন্ধুকে জানো ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে তাদের এ আয়োজন যশোরে ব্যাপক সাড়া ফেলেছে সব শ্রেনীর মানুষের কাছে। ১৫ আগস্ট থেকে শুরু করে আগামি ২৯ আগস্ট রাত ১১.৫৯ পর্যন্ত এ প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতাকে ৩ টি ক্যাটাগরিতে ভাগ করে তারা। একটি হচ্ছে কুইজ প্রতিযোগিতা । কুইজ প্রতিযোগিতায় রোদেলা জাহান প্রথম হয়েছেন। এছাড়া আশিকুর রহমান পলাশ ২য় ও নাজমুল ইসলাম ৩য় হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে ৩০ নাম্বার এর একটি প্রতিযোগিতা হয় । ৩০ টি বহুনির্বাচনী (MCQ)প্রশ্নের অনলা্ইনে উত্তর দেওয়ার মাধ্যমে তারা জয়ী হন।এছাড়া প্রতিযোগিতার বিশেষ একটি ক্যাটাগরি ছিলো অনুচ্ছেদ লিখন। ” চিরঅম্লান বঙ্গবন্ধুর আদর্শ, চিরঅম্লান তাহার বাণী” এই শিরোনামে ১০০-১৫০ শব্দের অনুচ্ছেদ লিখে প্রথম হয়েছেন জাহিদ হাসান, ২য় হয়েছেন ফজলুল হক সোহাগ ও ৩য় হয়েছেন শুভ্রা মন্ডল। প্রতিযোগিতার আরেক অংশ চিত্রাংকন প্রতিযোগিতায় মর্ম পাল প্রথম ও শুভ্রা মন্ডল ২য় হয়েছেন।হাসি মুখের ব্যতিক্রমী এ আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে যশোর’স ডায়েরি, স্পন্সর কপোতাক্ষ ট্রেডার্স, প্রমোশনাল পার্টনার টুইংকেল গ্যালারি, এডুকেশনাল পার্টনার হিসেবে নেভার স্টপ লার্নিং ও মিডিয়া পার্টনার ছিলো রাতদিন নিউজ।
রাতদিন সংবাদ