Wednesday, September 18, 2024

শোক দিবস উপলক্ষে যশোরে আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের কর্মসূচী অব্যহত

- Advertisement -

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচী অব্যাহত রেখেছে আওয়ামী তৃণমূল কর্মী পরিষদ যশোর জেলা শাখা । তারই অংশ হিসেবে বুধবার বাদ আসর ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে গদখালী ইউনিয়ন পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি ইকরামুল করিম সৈকতের সভাপততিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেরাজ হোসেন মিঠু। সভায় বক্তা বলেন, মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র বিহীন পৃথিবী অকল্পনীয়। আর  বাংলাদেশ নামক এই রাষ্ট্রের শ্রষ্ঠা হচ্ছেন বঙ্গবন্ধু। আধুনিক স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধুর চিন্তা ও নেতৃত্বের দীর্ঘ আন্দোলনের ফসল। তিনি ভুলার নয়। তিনি থাকবেন সকলের মনি কোঠায়।একই সাথে গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করে বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।আলোচনা সভায় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সংগঠনের জেলা সভাপতি শাহেদ উর রহমান রনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে তাদের নিয়মিত কর্মসূচী অব্যহত রেখেছেন। প্রতিটি উপজেলায় শুধু নয়, বিভিন্ন ইউনিয়নেও কর্মসূচী পালন করা হচ্ছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত