Wednesday, September 18, 2024

শোকদিবস উপলক্ষে কুয়াদায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Advertisement -

যশোর সদরের রামনগর ইউনিয়ন মৎস্যজীবী লীগের উদ্যোগে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে কলঙ্কিত ১৫ আগস্ট ও ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কুয়াদা বাজারে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম। কুয়াদা বাজার কমিটির সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুল মতলেব বাবু, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন খোকন, যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফ। অনুষ্ঠানে যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফের আয়োজনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রবীণ নেতাকর্মীদের মাঝে জায়নামাজ ও ছাতা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শাহারুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত জোট সরকার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করতে দেয়নি। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট করেছে। খেচুড়ির ডেক ভেঙ্গে দিয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার কারণে তৃণমূল নেতাকর্মীরা তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সাথে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত