বাঘারপাড়া থেকে আজম খাঁনঃ শুদ্ধাচারের ক্ষেত্র সূচক বিবেচনায় যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত হলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। তিনি শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদশ নির্মাণে অসামান্য অবদান রাখায় এ পুরস্কার লাভ করেছেন। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা -২০১৭ অনুযায়ী ১১টি ক্ষেত্রে ও ১৯টি সূচক বিবেচনায় যশোর জেলার
মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করায় যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এ পুরস্কারে ভূষিত করা
হয়। রবিবার (৫জুলাই) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহাম্মদ শফিউল আরিফের
সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলার মধ্যে ১জন উপজলা নির্বাহী অফিসার, ১জন সহকারী কমিশনার (ভূমি) ও ১ জন অফিস ষ্টাফসহ মোট ৩জনকে শুদ্ধাচার সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। ;জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ তার প্রতিক্রিয়ায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়েরপ্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া বাঘারপাড়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগন তার সকল কার্যকমকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সহযোগীতা করায় তিনি এ পুস্কার পেয়েছেন বলে সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।