শুক্রবার যশোরে ১০৮জন করেনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চারজন। তারা সকলেই পূর্ব বারান্দীপাড়ার বাসিন্দা। তারা হলেন, নওয়াব আলী, আবুল কালাম, আলতাফ হোসেন ও রফিকুল ইসলাম। দুই নম্বর ওয়ার্ডে একজন নাম সন্ধ্যা। তিন নম্বর ওয়ার্ডে দুইজন ইউনুস ও হারুন। ৪ নম্বর ওয়ার্ডের ছয়জন, ইব্রাহিম, রবিউল ইসলাম, মজিদ, রাশিদুল, আশীস।৫ নম্বর ওয়ার্ডের ১২জন। তারা হলেন, ফাতেমা, উজ্জ্বল, সকিবুল, তানভীর, কাদের, সবুজ, আশরাফ, আকরাম, মামুন , রুমি, মোশারফ ও শরিফুল। ৬ নম্বর ওয়ার্ডে দুইজন অনিক ও সাইদুর। ৭ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল।৮ নম্বর ওয়ার্ডের অনিক হালদার। ৯ নম্বর ওয়ার্ডে পাঁচজন তারা হলেন, কামরুজ্জামান, অদিতি অনন্যা, আতাউর, আতিকুর । এছাড়া রামনগর ইউনিয়নের একজন মুড়লি এলাকার বাসিন্দা মানিক। চাঁচড়া ইউনিয়নের মাহেদিয়া গ্রামের দুইজন ইকবাল ও শাহনাজ। আরবপুর ইউনিয়নের জনাব আলী। নোয়াপাড়া ইউনিয়নের শেখহাটি এলাকার বাসিন্দা হালিম । উপশহর এ ব্লক এলাকার বাসিন্দা আব্দুর রউফ। চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের তবিবান। ও ইছালী ইউনিয়নের মথুরাপুর গ্রামের নাদিয়া সুলতানা। এছাড়া ১১ জনের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে তারা হলেন আরাফাত, আফরোজা, শুভেচ্ছা, শফিউল, মিরাজ, কামাল, এলাহী, বিভা আল আমিন রুহুল আমিন ও নজরুল।এর বাইরেও আরো সাতজনের শনাক্ত কার যায়নি।
রাতদিন সংবাদ