বিশেষ প্রতিনিধি
সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। দেশের করোনা দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করে ওয়েবসাইটে অনলাইন ক্লাসরুম চালু করেছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ের ক্লাস দৈনিক শিক্ষা এখানে আপলোড করা হবে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে ক্লাসগুলো দেখতে পারবে। ১ জুলাই বূধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডে অনলাইন ক্লাসরুমের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। চেয়ারম্যানের দপ্তরের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাসরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান জানান, ইতোমধ্যে ৩০০টি ক্লাস আপলোড করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিষয়ের প্রতিটি বিষয়ের জন্য আলাদাভাবে ক্লাস আপলোড করা হবে। এছাড়া মাঝে মধ্যে লাইভক্লাস নেয়া হবে। লাইভক্লাস নেয়ার আগে শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিয়ে জানানো হবে। শিক্ষা বোর্ডের অধীনে সব প্রতিষ্ঠানকে অনলাইনে ক্লাস আপলোড করার জন্য নোটিশ দেয়া হয়েছে। শিক্ষকরা বাসায় বসেই তাদের আইডি থেকে ক্লাসগুলো আপলোড করতে পারবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এইচ আর আলী আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কে এম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, হিসাব বিভাগের উপ-পরিচালক ইমদাদুল হক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জাহাঙ্গীর কবির, প্রধান মূল্যায়ন অফিসার মিজানুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর শিক্ষা বোর্ডে অনলাইন ক্লাসরুমের উদ্বোধন
- Advertisement -
- Advertisement -