শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় বাগআঁচড়া এলাকার সেতাই গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ৪২পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় বাগআঁচড়া এলাকার সেতাই জোড়া ব্রীজ পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, যশোরের শার্শা থানার নাভারণ যাদব পুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে সোহাগ আলী(৩২) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের ইয়াছিন আলীর ছেলে আলমগীর (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার আজিম সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি সিটি হান্ড্রেড মোটরসাইকেল ও ৪২পিস ইয়াবা সহ তাদের আটক করে। বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।