যশোরের শার্শা থানা পুলিশ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে গোগা সীমান্ত ১শবোতল ফেনসিডিলসহ চার মাদক পাচার কারিকে আটক করার পর পুলিশ হেফাজত থেকে শামিম ও মামুন নামে দুই জন হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পুলিশ শাহবুদ্দিন হোসেন ও মাসুম বিল্লাহ নামে অপরদুজনকে থানায় ধরে আনার পর হৈ চৈ পড়ে যায়। প্রথমে শার্শা থানা পুলিশ শামিম ও মামুনের পালিয়ে যাবার বিষয়টি অস্বীকার করে আসছিল। পরে প্রত্যক্ষদর্শী গোগা গ্রামবাসির চাপের মুখে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম সাংবাদিকদের কাছে আসামী পালিয়ে যাবার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, পালিয়ে যাওয়াদের আটকের ব্যাপারে পুলিশের জোরালো অভিযান চলছে। দ্রুত তাদের আটক করা সম্ভব হবে।
অবশেষে বেলা ১টার দিকে ওসি দাবি করেন, তারা পালিয়ে যাওয়া শামিম ও মামুনকে আটক করতে সক্ষম হয়েছেন। পালিয়ে যাওয়া শামিম গোগা গ্রামের রেজাউল ও মামুন একই গ্র্রামের ওয়াহেদের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেছে পুলিশ।
বেনাপোল প্রতিনিধি