- Advertisement -
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় হ্যান্ডকাপসহ ২ মাদক ব্যবসায়ীর পলায়ন৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় শার্শা থানার গোগা সীমান্তে। সূত্র জানায়, সোমবার রাত ১১টায় শার্শা থানায় কর্মরত এএসআই রবিউল ইসলাম-২ গোগা সীমান্তে অভিযান চালায়। এসময় ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। অসাবধানতাবশত হ্যান্ডকাপসহ ২ অজ্ঞাত মাদক ব্যবসায়ী পলায়ন করে। শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদ্বয়কে আটকের জন্য রাতথেকেই অভিযান শুরু করেন তারা। অভিযান চলছে। উল্লেখ্য, কয়েকদিন আগে বাঁগআচড়া ও গোড়পাড়া থেকে ৩ মাদকব্যাবসায়ী পলায়ন করেছিল। এদিকে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এ ধরণের একেরপর এক ঘটনা শার্শা থানায় ঘটছে। কেউ কেউ বলছেন এটা স্রেফ কর্তৃপক্ষের উদাসীনতা!
- Advertisement -