বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সুদে টাকার দেনার জ্বালা সহ্য করতে না পেরে ফ্যানের সাথে গামছায় ঝুলে আত্মহত্যা করেছে শামীম হোসেন (৩২) নামের যুবক । ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাত্রে। সে শার্শা উপজেলার বেড়ি নারায়নপুর পশ্চিমপাড়ার হাবিলুর রহমানের ছেলে। পিতা হাবিলুর রহমান জানান, শামীম নাভারণ বাজারে কাপড়ের ব্যবসা করত। ব্যবসাকালীন সময়ে সে কাউকে না জানিয়ে বিভিন্ন জনের নিকট থেকে চড়া সুদে টাকা ধার নেয়। না জানিয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার পর জানতে পারলাম সে প্রচুর টাকার দেনা। ছেলের বউ বাপের বাড়ী থাকায় অনেক রাত তার সাথে গল্প করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দেখতে পাই ফ্যানের সাথে তার দেহ ঝুলছে। চিৎকার করলে এসময় স্থানীয়রা এসে তার মৃতদেহ উদ্ধার করে। সূত্রে জানা যায়, শনিবার বাজারে পাওনাদারেরা আটকিয়ে রেখে টাকার জন্য চাপ সৃষ্টি করে। শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়না তদন্তে হাসপাতালে পাঠানোর জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।