সাইদুর জামান( রাজা)শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় করোনা জয় করে বাড়ি ফিরলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিছন্নকর্মী শ্রী মদন কুমার বাসফোর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে দীর্ঘ ১৪ দিনের কোয়ারান্টাইন শেষে মঙ্গলবার বেলা ১২ টার সময় তিনি বাড়িতে ফেরেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শ্রী মদন কুমার বাসফোরকে বিদায়ী ফুলেল শুভেচছা দেওয়া হয়। শ্রী মদন কুমার নাভারণ রেল ষ্টেশন সংলগ্ন হরিজন পল্লীর শ্রী ফাগু বাসফোড় ও মাতা শ্রী মতি সংকরী বাসফোড়ের ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায়ী ফুলেল শুভেচছাকালে এসময় উপস্থিত ছিলেন সকল চিকিৎসক মো :নিজামুল ইসলাম এবং শ্রী মদন কুমারের পরিবার ও সম্প্রদায়ের অনেক সদস্য। উপস্থিত চিকিৎসকরা করোনা ভাইরাসের ভয়াবহ কবল থেকে মুক্ত হয়ে সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসা মদন কুমারের ভবিষ্যৎ সুস্থতা কামনা করেন।