যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৩৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রবিবার বিকালে শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, উপজেলার বেদেপুকুর গ্রামের আনিছুর হোসেনের ছেলে খাইবার হোসেন (২০) ও দূর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আশা (২০)। শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ এজাজুর রহমান জানান, ব্যাটারী চালিত ইঞ্জিনভ্যানে করে মাদক পাচারের গোপন খবর পেয়ে সঙ্গীয়ফোর্স নিয়ে ছোট নিজামপুর গ্রামস্থ খালেকের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালাই। এসময় ব্যাটারী চালিত ইঞ্জিনভ্যানে আনা পুরাতন ব্যারেলে তল্লাশী চালিয়ে ৩টি বস্তা পাওয়া যায়। পরে বস্তা থেকে ৩৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকের ব্যবসা ও মাদক আনার সাথে জড়িত থাকার অপরাধে ইঞ্জিনভ্যানে থাকা খাইবার ও আশাকে আটক করা হয়।
বিশেষ প্রতিনিধি