- Advertisement -
যশোরে শনিবার ৪৩ জন নতুর শনাক্ত হয়েছেন। তারমধ্যে অভয়নগরের ২৬ জন। এছাড়া সদরের ৫জন, শার্শার ৬জন, ঝিকরগাছার ৩ জন, কেশবপুর, বাঘারপাড়া ও মণিরামপুরের ১ জন করে রোগী রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫০৯ জন ও সুস্থ্য হয়েছেন ১৬২ জন। এদিকে যশোর সদরে আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন সেনা সদস্য।সেকেন্ড লেফটেনেন্ট ওই ব্যক্তি বিমানবন্দর এলাকার বাসিন্দা। এছাড়া রয়েছেন একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা। তিনি অভয়নগর উপজেলায় চাকরী করেন। বাড়ি শহরের ভোলা ট্যাং রোড এলাকায়। শেখহাটি বাবলাতলার এক ছাত্র, পালবাড়ী এলাকার একজন স্বাস্থ্য কর্মী ও বারান্দীপাড়া এলাকার একজন ব্যবসায়ী। তিনি আরো জানান এদিন পুরানো রোগীদের মধ্যে চারজনের ফলফল ফের পজেটিভ আসে।
বিশেষ প্রতিনিধি
- Advertisement -