Monday, September 16, 2024

শনিবার যশোরে আরো ২০ জন শনাক্ত

- Advertisement -

শনিবার যশোরে আরো ২০ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ৯২ নমুনার ফলাফলের মধ্যে  ২০জন শনাক্ত হয়েছেন।এছাড়া এদিন খুমেক থেকে আরো ১১টি নেগেটিভ ফলাফল আসে। শনাক্তদের মধ্যে ১২জনই যশোর সদরের বাসিন্দা।  এ ছাড়া চৌগাছার ৩, ঝিকরগাছার ২, অভয়নগর, বাঘারপাড়া ও শার্শার একজন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট শনাক্ত হয়েছেন ৩৭শ’৪৪জন। যশোরে মারাগেছেন ৪৪ জন ও সুস্থ্য হয়েছেন ২৬শ’১ জন।  বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত