Saturday, November 2, 2024

শংকরপুর থেকে দুই চোর আটক, চাকু উদ্ধার

- Advertisement -

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার চাঁচড়া বাইক স্ট্যান্ডের কাছ থেকে ইজিবাইক চুরি করে পালানোর সময় দু’জনকে আটক করেছে র‌্যাব ৬। পরে তাদের দু’জনকে পুলিশে সোপর্দ করেছে।এরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার উচ্ছে পাড়ার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম ও একই উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের মোগছের আলীর ছেলে সাইফুল ইসলাম। তাদের দখল থেকে দু’টি চাকু, ১টি কাটিং প্লাস, মোবাইল এবং ইজিবাইক উদ্ধার হয়েছে।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।নাজির শংকরপুর ভাঙ্গাগেট এলাকার সবজেল শেখের ছেলে নাদিম শেখ ১৭ অক্টোবর রাতে কোতোয়ালি মডেল থানায় দুই চোরের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করেন, তার ভাই মেহেদী হাসানের ইজিবাইক চালিয়ে নাদিম শেখ জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ১৭অক্টোবর দুপুরে সে ইজিবাইক শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন বাইক স্ট্যান্ডের কাছে ইজিবাইক রেখে দুপুর আড়াইটার সময় দুপুরের খাবার খাচ্ছিলেন। ৩ টার দিকে এসে দেখতে পান ইজিবাইকটি কারা চালিয়ে শংকরপুর ছোটনের মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। নাদিম শেখ সেখানে থাকা ইজিবাইক চালক জাহাঙ্গীর হোসেন, বেল্লাল হোসেনকে বিষয়টি জানিয়ে তারা ইজিবাইক নিয়ে ধাওয়া করেন। এ সময় র‌্যাব ৬ যশোর ক্যাম্পের একটি টিম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ইজিবাইকটি থামান। এসময় রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম নামক দু’জনকে হেফাজতে নেন ওই টিম। পরে আটককৃতদের গণপিটুনী দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ থানায় নিয়ে যায়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত