Monday, September 16, 2024

রোববার যশোরে ৮জন আক্রান্ত, এমপি রনজিৎ করোনা মুক্ত

- Advertisement -

যশোরে রোরবার ৮ জন নতুর শনাক্ত হয়েছেন। ২০ নমুনার ফলাফলে ৮জনের পজেটিভ আসে। চৌগাছার ৫ জন ও সদরের তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫১৬ জন ও সুস্থ্য হয়েছেন ১৬২ জন। মারা গেছেন ৯জন।  যশোর সদরে আক্রান্তদের মধ্যে রয়েছেন একই পরিবারের দুইজন সদস্য। তাদের বাড়ি বারী নগর এলাকায়। এরকজন গর্বতী নারী অপরজন ১০ বছরের শিশু। এ পরিবারে্েরে আগেও একজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি এখন ঢাকাতে আছেন। এছাড়া সদরের আরেকজন হাসিমপুর ডাকাতিয় গ্রামের ৪৫ বছরের এক মহিলা। এদিন যশোরের এমপি রৎজিত রায় করোনা মুক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার রেহনেওয়াজ।তিনি আরো জানান এর আগে পরিবারের অন্য সদস্যরা করোনামুক্ত হন।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত