- Advertisement -
রোববার যশোরে আরো ৭৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিনে যবিপ্রবি থেকে আসা ১শ’৯৪ নমুনার মধ্যে ৬০ জন ও খুলনা মেডিকেল থেকে আসা ৫১ নমুনার মধ্যে ১৭ জন শনাক্ত হয়েছেন।শনাক্তদের মধ্যে যশোর সদরের রয়েছেন ৪৪ জন। এছাড়া, ঝিকরগাছার ১১, কেশবপুরের ৬, মণিরামপুরের ৬, অভয়নগরের ৫, বাঘারপাড়ার ৩ ও শার্শা উপজেলার রয়েছেন ২জন। গতকাল বিকেল পর্যন্ত যশোরে ২৭শ’৬২জন শনাক্ত ছিলেন।পরে সন্ধায় আরো তিনটি ফলাফল পজেটিভ আসে। আজ নতুন ৭৭ জন সহ এ পর্যন্ত যশোরে মোট শনাক্ত হয়েছেন ২৮শ’’৪২ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। গতকাল আরো ৪৩ জন সুস্থ হয়ে যশোরে মোট সুস্থ্ হয়েছেন ১৬শ’৩২জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার রেহনেওয়াজ রনি। তিনি আরো জানান, শনাক্তদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে।
রাতদিন সংবাদ
- Advertisement -