যশোরে করোনায় আক্রান্ত হয়ে যশোরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত তাপস সাহা বেজপাড়া বনানী রোডের বাসিন্দা। রোববার সকাল ৭ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। যশেোর বড় বাজারে তাপস স্টোর নামে তার একটি মুদি দোকান আছে। নিহত তাপসের ভাই আশীষ জানান, ২৭ জুন তার শরীরে জ্বর আসে। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জ্বর কমে যায়। মঙ্গলবারথেকে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানথেকে তার করোনা পরীক্ষা করা হয়।এক পর্যায় অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে যশোর সিভিল সার্জন অফিসের ডাক্তার নাসিম ফেরদৌস জানান, গত শুক্রবার তাপস সাহার রিপোর্ট পজেটিভ আসে। পরে স্বাস্থ্যবিভাগ তার বাড়ি লকডাউন করে। কিন্তু সেসময় তিনি খুলনাতে ছিলেন। রোববার তার মৃত্যু হয়। এ নিয়ে যশোরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪জনে। এদিকে, ব্যবসায়ী তাপসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশারফ হোসেন বাবু।
রাতদিন সংবাদ