রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান রুবাইয়াত হোসেন শনিবার রোটারি ক্লাব যশোর ওয়েস্ট পরিদর্শন করেছেন। শনিবার সকালে স্থানীয় একটি হোটেলে সম্মেলন কেন্দ্রে রোটারি গভর্নর রোটারি ক্লাব যশোর ওয়েস্ট পরিদর্শন এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন । এ সময় রোটারি ডিস্ট্রিক্ট সচিব তসলিম জামান নয়ন অ্যাসিস্ট্যান্ট গভর্নর আশরাফুল ইসলাম চৌধুরী, ডিসটিক অফিসিয়াল মোয়াজ্জেম হোসেন চৌধুরী, গিয়াস উদ্দিন খান, জাহিদ আহমেদ লিটন,নাজমুল হুদা, ওয়াহিদুজ্জামান লাকি, সাকিরুল কবীর রিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রোটারি গভর্ণরের ভিজিট শেষে অসহাআয় এক মহিলাএক রোটাইর ক্লাব অব ওয়েষ্টের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দেয়া হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -