Tuesday, September 10, 2024

রিজেন্টের চেয়ারম্যানের দেশত্যাগ ঠেকাতে যশোর সীমান্তে সতর্কতা জোরদার

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পর তার পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন,সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ সদরদপ্তর থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমাদের কাছে বুধবার সন্ধ্যায় এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে।
“সাহেদ যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যাতে তিনি এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যেতে না পারেন।”যশোর-৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা বলেন, কেউ যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে সীমান্তের বিভিন্ন পয়েন্টে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত