সুপ্রিয় পাঠক,
আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১৬ জুন হঠাৎ পাঠক প্রিয় অনলাইন ratdin24news ওয়েবসাইটের সকল সংবাদ ফেসবুক থেকে মুছে যায়। এমনকি নতুন কোনো সংবাদ ফেসবুকে আপলোডেও ক্রটি দেখা যায় । ফলে এ কয়দিন আমরা ফেসবুকে ওয়েবলিংক আপলোড করতে পারেনি। এজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তবে আমরা সংবাদ প্রচার বন্ধ রাখেনি। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন খবরাখবর আপনাদের নিকট পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। এ সমস্যা সমাধানে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে প্রথমে তারা সাতদিনের সময় নেয়। সাতদিন পর গতকাল তারা আরো ৪৫ দিনের সময় নিয়েছে। এমতাবস্তায় ২৫ জুন ratdinnews.net নামের ওয়েবসাইট খোলা হয়েছে। আজ থেকে এখানে নিয়মিত সংবাদ প্রকাশ করা হবে। এখন আরো বেশি খবর, বেশি ছবি, বেশি ফিচার, বেশি বেশি মতামত রাতদিন নিউজে প্রকাশিত হবে। এছাড়া এবার আমরা ব্যতিক্রমী কিছু বিষয় সংযুক্ত করতে যাচ্ছি। যার কাজ শুরু চলছে। প্রথম থেকেই আপনারা আমাদের পাশে আছেন। আগামীতেও পাশে থাকবেন এটায় আমাদের প্রত্যাশা। করোনার এ মহাদূর্যোগে আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। নিজে ভালো থাকুন ও দেশটাকে ভালো রাখুন।
ধন্যবাদন্তে
মিরাজুল ইসলাম
ভারপ্রাপ্ত সম্পাদক
রাতদিন নিউজ