নড়াইলের চাকরি গ্রামের রফিজ গাজী। তার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ ছিল একটি ইজিবাইক। গত ২৮ জুলাই যাত্রী সেজে এক ব্যক্তি যশোরের অভয়নগরের দেয়াপাড়া ব্রিজের সামনে নিয়ে যায় তাকে। সেখান থেকে যায় বসুন্দিয়ায়। এরপর এক বাড়িতে দুপুরে খাবার খায় তারা। এর কিছু সময় পর সে অচেতন হয়ে পড়েন রফিজ। ৫ দিন পর জ্ঞান ফিরে দেখেন তার ইজিবাইক নগদ টাকা ও মোবাইল ফোন নেই গত বুধবার কোনোটায় নেই। পরে পুলিশের আশ্রয় নেন তিনি। বুধবার পুলিশের সহযোগিতায় তার ইজি বাইকটি ফিরে পেয়েছেন। এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখার ওসি সুমন দাস জানান, পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তের দায়িত্ব পায় ডিবি। এরপর তার নেতৃত্বে একটি টিম গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আলম ফারাজী ও রবিউল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়।এরপর তাদের দেয়া তথ্য মতে কুষ্টিয়া জেলায় অভিযানে নামে। এরপর কুষ্টিয়া সদর উপজেলার চোরহাস ফুলতলা এলাকার মিজানুর রহমানের গ্যারেজ থেকে ১৮ টি ইজি বাইক উদ্ধার করা হয়। তার মধ্যে রফিজের ইজিবাইকও ছিলো। গত বুধবার আদালতের নির্দেশে তার একমাত্র অবলম্বন হস্তান্তর করেন তারা। এ বিষয়ে রফিজ বলেন, ইজিবাইকটি তার শেষ সম্বল ছিলো। পুলিশের সহযোগিতায় ইজিবাইক ফিরে পেয়ে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি। সাথে খুশি পরিবারের লোকজনও। তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
রাতদিন সংবাদ