Monday, September 16, 2024

যশোর সেমিনার পরিষদ পূর্ণগঠন,সভাপতি হারুন, সম্পাদক দীপক

- Advertisement -

যশোরের ঐতিহ্যবাহী সংগঠন সেমিনার পরিষদ পূর্ণগঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সভা শনিবার বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি মীর্জা শামসুল আলম। সভায় সর্বসম্মতিক্রমে হারুন-অর-রশীদকে সভাপতি ও দীপক কুমার রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি অধ্যাপক ছোলজার রহমান, অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, অধ্যাপক নাজমুল ইসলাম, মিলন কুমার নন্দী, প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দে, বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জাহিদ আহমেদ লিটন, শাহীন চৌধুরী, নজরুল ইসলাম বুলবুল, নির্বাহী সদস্য যোগেশ চন্দ্র দত্ত, অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দশরথ কুমার মন্ডল ও সুকুমার চক্রবর্তী। এছাড়া উপদেষ্ঠা মন্ডলী সদস্যরা হলেন, ডক্টর মোস্তাফিজুল রহমান, এমআর খায়রুল উমাম, অ্যাঞ্জেলা গোমেজ, বিনয় কৃষ্ণ মল্লিক, অ্যাড. নবী নওয়াজ মো. মুজিবুদ্দৌলা সরদার কনক, মীর্জা শামসুল আলম, অ্যাড. এম শামসুর রহমান, তন্দ্র ভট্টাচার্য্য, সৈয়দ এসএম সিরাজুল হক।
যশোর সমবায় ব্যাংকের সাবেক কর্মকর্তা দীপক কুমার রায়ের পরিচালনায় সভায় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সদস্যরা উপস্থিত ছিলেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত