Monday, September 16, 2024

যশোর সিটি ক্যাবল প্রা: লি: এর প্রতিষ্ঠাতা মুকুল করোনায় আক্রান্ত

- Advertisement -

যশোর সিটি ক্যাবল প্রা: লি: এর প্রতিষ্ঠাতা, কপোতাক্ষ ইলেকটনিক্স স্বত্বাধিকারী  রুহুল কুদ্দুস মুকুল করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনা থেকে আসা পাঁচটি পজেটিভ ফলাফলের মধ্যে তার একটি। তিনি জানান, গত ২৮ জুন তার শরীরে জ্বর আসে। এমনকি কোনো কিছুর ঘ্রাণও তিনি পাচ্ছিলেন না। পরে তার জ্বর ভালো হয়ে যায়। সর্বশেষ ৫ জুলাই তিনি খুলনায় যেয়ে পরীক্ষা করে আসেন। পরে ৬ জুলাই রাতে জানতে পারেন তিনি পজেটিভ। তবে এখন তিনি ভালো আছেন। কোনো ধরণের  উপসর্গ নেই এখ তার শরীরে।ঘোপ নওয়াপাড়া রোডের বাড়িতে চিকিৎসাধীন আছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা জানান।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত