যশোর সিটি কেবল (প্রা.) লিমিটেডের নবনির্বাহী পরিচালনা পর্ষদে সংবর্ধিত করেছে প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার দুপুরে শহরের জেস টাওয়ারে সিটি কেবলের কনফারেন্স রুমে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর, সহসভাপতি নূর ইসলাম ও আনোয়ারুল কবীর নান্টু, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির বক্তব্য দেন। সিটি কেবলের পক্ষে প্রতিষ্ঠানটির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মো. মারুফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) আফজালুল করিম রানু, পরিচালক (অর্থ) এ কে এম অহিদুজ্জামান বাপি এবং পরিচালক (কারিগরি) মো. রিজাউল হাসান বক্তব্য দেন।বক্তারা যশোরবাসীর কল্যাণে ভূমিকা রাখতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার অভিমত ব্যক্ত করেন।পরে ক্রেস্ট ও ফুল উপহার দিয়ে সিটি কেবলের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধিত করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর সিটি কেবলের দশ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচিত হয়। দেড় বছর আগে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকেও সংবর্ধিত করেছিল সিটি কেবল।
রাতদিন সংবাদ