Tuesday, September 10, 2024

যশোর সদর হাসপাতাল থেকে মহিলা চোর আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে রোগী ও তার দর্শনার্থীদের সাইড ব্যাগ হতে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। জণগন মুক্তা বেগম নামে এক নারী চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার দৌলতপুর কালীবাড়ী বাজার রেল গেইট ( কুলি বাগানের পাশে নুরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মৃত মোহাম্মদ আলী শেখ এর মেয়ে ও মোস্তাফিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের শাহজাহান গাজীর ছেলে রায়হান গাজী রোববার কোতয়ালি মডেল থানায় নারী চোর মুক্তা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় সে উল্লেখ করেন, তার মা রাবিয়া (৩৫) অসুস্থ্য হওয়ায় ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে রাবিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ২৭ সেপ্টেম্বর দুপুর দেড়টায় রায়হান তার মাকে নিয়ে তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখানোর জন্য হাসপাতালের জরুরী বিভাগের কাউন্টারে আসে। সেখানে উক্ত মুক্তাসহ তার সহযোগীরা রাবিয়ার সাইড ব্যাগের মধ্যে থেকে স্যামসাং গ্যালাক্সি প্রাইম মোবাইল ফোন যার মূল্য ১৫ হাজার টাকা, উক্ত স্থানে লাইনে দাঁড়ানো সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জনৈকা রুবিনার সাইড ব্যাগে থাকা স্যামস্যাং গ্যালাক্সি ডুয়েল মোবাইল ফোন যার মূল্য ১৯ হাজার টাকা ও নগদ ২১০ টাকা এবং একই স্থানে থাকা যশোরের অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের স্ত্রী আরজিনা বেগমের সাইড ব্যাগে থাকা নগদ ১০৫০ টাকা নিয়ে যাওয়ার সময় আরজিনা বেগম হঠাৎ ঠিক পেয়ে চিৎকার দেয়। লোকজন জড়ো হয়ে মুক্তা বেগমকে আটক করে। পরে তার ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে চুরিকৃত রুবিনা বেগমের ২১০ টাকা উদ্ধার করে। মোবাইলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে জনগনকে জানায় কিছুক্ষণ পূর্বে মোবাইল ও নগদ টাকা চুরি করে তার সহযোগীদের কাছে দিয়েছে। পরে মুক্তা বেগমকে পুলিশের কাছে সোপর্দ করে। চুরি মামলায় সোমবার মুক্তা বেগমমে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত