যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মঙ্গলবার তিনজন আবেদন করেছেন। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আবেদনকারীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গণি খান পলাশ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি। তিনি জানান, ১৫ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর আবেদন গ্রহণ শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ আবেদন করতে হবে আগ্রহীদের। তাদের এই আবেদনপত্র গ্রহণ করবেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত দলীয় জেলা কার্যালয়ে এ আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা এদিকে, সোমবার রাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে আবেদন করেছেন তিনজন। প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলায় চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান শাহীন চাকলাদার যশোর-৬ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনের আগে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে।
রাতদিন সংবাদ