Monday, September 16, 2024

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতিত ১৫ বন্দির জবানবন্দি গ্রহণের আবেদন মজ্ঞুর

- Advertisement -

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতিত ১৫ বন্দির পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি গ্রহণের আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন এই আদেশ দেন। ৩ বন্দি কিশোর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মো. রোকিবুজ্জামান নির্যাতনের শিকার ওই ১৫ বন্দির জবানবন্দি গ্রহণের জন্য গত ১ সেপ্টেম্বর আদালতে আবেদন জানিয়েছিলেন।
নির্যাতিত ১৫ বন্দি হচ্ছে-লালমনিরহাটের মোস্তফা কামাল হৃদয়, যশোরের ছোট হৃদয়, আব্দুল্লাহ আল মাহিম, মারুফ ওরফে ইশান, রাকিব, গোপালগঞ্জের পলাশ, নড়াইলের সাব্বির হোসেন, বগুড়ার সাব্বির প্রামাণিক, ভারতের নাঈম খান ওরফে তামিম ফকির, চুয়াডাঙ্গার পাভেল, নোওয়াখালীর জাবেদ হোসেন, খুলনার আরমান খলিফা, বাগেরহাটের লিমন খান, নাটোরের সাকিব খান ও বগুড়ার রূপক।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ বন্দি কিশোরের ওপর পৈশাচিক কায়দায় নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ৩ বন্দি নিহত ও ১৫ জন আহত হয়।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত