দিনে দুপুরে শহরের মুজিব সড়কের বাসিন্দা এ্যাডঃ সুমাইয়া রহমানের বাড়ির তৃতীয় তলার ভাড়া দেয়া ফ্লাটে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ঘরের দরজার তালা ভেঙ্গে নগদ ১লাখ ২০ হাজার টাকা, স্বর্ণের আংটি, হিরার আংটি সহ ১লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ জেলার সদর উপজেলার লাউদিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন।মামলায় তিনি উল্লেখ করেন, তিনি যশোর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর পদে কর্মরত । গত ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় মোস্তাফিজুর রহমান তার কর্মস্থলে যান। বেলা ১১ টা ১০ মিনিটে তার স্ত্রী সুমনা রহমান শিশু সন্তান সোহা (৩)নিয়ে মুজিব সড়কের একটি টেইলার্স এর দোকানে যায়। ১১ টা ৫০ মিনিটে টেইলার্স দোকান থেকে বাসায ফিরে দেখেন ফ্ল্যাটের দরজার তালা ভাঙ্গা। ঘরের মধ্যে ঢুকে দেখে মালামাল তছনছ করা। পরে সুমনা রহমান স্বামীকে জানালে তিনি বাড়িতে এসে দেখেন আলমারির ড্রয়ারে থাকা ১লাখ ২০ হাজার টাকা, ৮ আনা ওজনের স্বর্নের আংটি, ২৫ হাজার টাকা মূল্যের ১টি হিরার আংটিসহ ১লাখ ৮০ হাজার টাকার মালামাল নেই।
রাতদিন সংবাদ