যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ মৎস্য অফিসের অফিসের সামনে চিহ্নিত সন্ত্রাসীরা গালিগালাজসহ এক যুবককে মারপিট পূর্বক পথরোধ পূর্বক মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ সাজু ও সুমন ওরফে আবু মুসা নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সাজু চোপদারপাড়া (নানা ষ্টোর এর সামনে ) কুট্টির ছেলে আর সুমন ওরফে আবু মুছা শংকরপুর ছোটনের মোড়ের হাফিজুর রহমান ওরফে সাঈদের ছেলে। পলাতক আসামীরা হচ্ছে, আকবরের মোড়ের খোকনের ছেলে ইশারত,ছোটনের মোড়ের আশরাফ হোসেনের ছেলে ঝন্টুসহ অজ্ঞাতনামা ২/৩জন।
যশোর শহরের বেজপাড়া মেইন রোডের আজগর হোসেনের ছেলে ওয়াসিম হোসেন সোমবার দিবাগত রাতে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে মামলা দেন। মামলায় তিনি উল্লেখ করেন, সোমবার ২১ সেপ্টেম্বও রাত পৌনে ১০ টায় বাসা হতে তার অফিস আইটি পার্কের দিকে যাচ্ছিল। উল্লেখিত স্থানে পৌছালে উক্ত আসামীরা পূর্ব পরিচিত হওয়ায় ওয়াসিম হোসেনকে গালিগালাজসহ মারপিট করে তার পথরোধ করে। পরে তার দখল হতে একটি ১০ হাজার টাকা মূল্যে মোবাইল ফোন মানিব্যাগ যার মধ্যে জাতীয় পরিচয়পত্র,ইবিএল ব্যাংকের ক্রেডিড কার্ড ছিনিয়ে নেয়। ওয়াসিম হোসেন বাধা দেওয়ার চেষ্টা করলে ভয়ভীতি দেখিয়ে মারপিট পূর্বক হুমকী দিয়ে চলে যায়। মারপিটের শিকার ওয়াসিম হোসেন চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সাজু ও সুমন ওরফে আবু মুসাকে গ্রেফতার করে। পরে তাদেরকে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করে।
রাতদিন সংবাদ