শহরের পুরাতন কসবা আবু তালেব সড়ক জাহানারা মঞ্জিল ভাড়াটিয়া জেলা জজ আদালত যশোর কেশবপুর সরকারী জজ আদালতের ব্যাঞ্চ সহকারী টিপু সুলতানের ঘরে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের পিছনের জানালার গ্রীল কেটে ঘরের ভিতর ঢুকে নগদ ৩২ হাজার ৫শ’ টাকা ও স্বর্ণের চেইন,ডায়মন্ডের নাকফুলসহ ৯১ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পরমানন্দী গ্রামের বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা আবু তালেব সড়ক জাহানারা মঞ্জিল জনৈজ শাহনেওয়াজ এর বাড়ির ভাড়াটিয়া মৃত ইউনুচ কাজীর ছেলে টিপু সুলতান রোববার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, গত ২ জুলাই বিকেলে টিপু সুলতান তার শ^শুর বাড়ি শার্শা উপজেলার বাগ আঁচড়া গ্রামের যায়। ২ জুলাই বিকেল সাড়ে ৫ টা থেকে ৫ জুলাই সকাল ৯ টার মধ্যে যে কোন সময় সংঘবদ্ধ অজ্ঞাতনামা চোরেরা উক্ত বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে। পরে বাড়ির আলমারিসহ বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে নগদ ৩২ হাজার ৫শ’ টাকা ও ২৬ হাজার টাকা মূল্যের একটি চেইন,১০ হাজার টাকা মূল্যের ডায়মন্ডের নাকফুল নিয়ে চলে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ে করা হলেও পুলিশ চুরি যাওয়ার মালামাল উদ্ধার কিংবা চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিশেষ প্রতিনিধি