সোমবার দুপুরে যশোর শহরের ঘোপ জেলরোডস্থ আলেয়া আফরোজ বিজলীর বাড়ির আঙ্গিনা থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে পালবার কালে সৈয়দ আবু বক্কার নামে এক বৃদ্ধকে বৈদ্যুতিক কর্মকর্তারা আটক করে পুলিশে দিয়েছে। সে যশোর নতুন উপশহর এ ব্লক বাসা নং ৩৯ এর মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে। তার দখল হতে ৩টি বৈদ্যুতিক মিটার উদ্ধার দেখানো হয়েছে। ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যশোর বিক্রয় ও বিতরণ কেন্দ্র-২ কর্মরত সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন সাব্বির বাদী হয়ে সোমবার কোতয়ালি মডেল থানায় উক্ত বৃদ্ধের বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন,১৩ জুলাই সোমবার তিনিসহ সহকর্মী ও কর্মচারীরা শহরের ঘোপ জেলরোডস্থ আলেয়া আফরোজ বিজলীর বাড়ির উদ্দেশ্যে বৈদ্যুতিক মিটার খুলে প্রি পেমেন্ট মিটার সংযোগ দিতে আসছিল। দুপুর সাড়ে ১২ টায় উক্ত বাড়ির আঙ্গিনা দিয়ে বৈদ্যুতিক মিটার চুরি চলে যাওয়ার সময় সৈয়দ আবু বক্কারকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে ৩টি মিটার উদ্ধার করে। পরে কোতয়ালি মডেল থানায় খবর দিয়ে থানা থেকে এসআই কামাল হোসেন ঘটনাস্থলে এসে মিটার তিনটি জব্দ করেন ও সৈয়দ আবু বক্কারকে হেফাজতে নেন। পরে তাকে উক্ত চুরি মামলায় আদালতে সোপর্দ করেন।
রাতদিন সংবাদ