Sunday, November 3, 2024

যশোর শহরের ঘোপ এলাকা থেকে মা মেয়ে নিখোজ

- Advertisement -

নানীর শরীর খারাপ তাই তাকে দেখতে সকাল সাড়ে ১০টায়  যশোর শহরের ঘোপ এলাকায় নিজের বাড়িতে গিয়েছিলেন যশোর সদর উপজেলার নওদাগ্রামের গৃহবধু তন্নী।এসময় তার দেড় বছরের শিশু কন্যা রাবেয়াও ছিলো। বিকেল ৪টার পর রিকসা যোগে ফের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি।  ঘটনাটি ঘটেছে রোববার। এ বিষয়ে তন্নীর স্বামী সোহেল হোসেন জানান, ঘোপ এলাকার হলিক্রিসেন্ট স্কুলের পেছনে তার শ্বশুড় বাড়ি। তিনি নিজে নওদাগ্রামথেকে  তাদের রিকসাই উঠিয়ে দিয়েছিলেন। এরপর বিকেলে তারা রিকসায় উঠে নওদাগ্রামের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এখনো তার স্ত্রী সন্তানের খোঁজ মেলেনি। এ বিষয়ে তন্নীর বাবা আব্দুল মজিদ কোতোয়ালী থানায় জিডি করেছেন বলে জানান তিনি। সকল আত্বীয়স্বজনের বাড়িতে খোঁজ করা হয়েছে।কিন্তু কোথাও সন্ধান মেলেনি। তিনি আরো জানান, পারিবারিক ভাবে তাদের মধ্যে কোনো দ্বন্ধ ছিলোনা। স্ত্রী ও কন্যার  সন্ধান পেলে ০১৮৮৯-৫৯১০২২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান মি. সোহেল।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত