শহরের কারবালা রোড পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এক চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা গেটের ও গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা স্বর্ণালংকর,রুপা,মোবাইলসহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ওই ফ্ল্যাটের গৃহবধূ তাসলিমা হাসান বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় তিনি অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখ করেছেন। ওই ফ্ল্যাটের মৃত রবিউল হাসানের স্ত্রী তাসলিমা হাসান তার ছেলে মেহেরাব (১৩) কে নিয়ে বসবাস করেন। ৫ জুলাই ছেলে না থাকায় রাত পৌনে ১২ টায় তিনি ফ্ল্যাটের সামনের গেট গ্রীলে তালা দিয়ে নিজের কক্ষে শুয়ে পড়েন। ৬ জুলাই সকাল ৬ টার পর ঘুম থেকে উঠে দেখেন তার ফ্ল্যাটের সামনে দরজা খোলা। ঘরের মধ্যে মালামাল এলোমেলো। ঘরের মধ্যে আলমারি মধ্যে থাকা নগদ ৯০ হাজার টাকা ২ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন,দুল,১০ ভরি ওজনের রুপার চুড়ি,সাড়ে ৮ হাজার টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন, সাড়ে ৬ হাজার টাকা মূল্যেও ক্যাপ্টেন বাইসাইকেলসহ ২লাখ ৩৫ হাজার টাকার মালামাল নেই। সংঘবদ্ধ চোরেরা ৫ জুলাই রাত হতে পরের দিন সকাল ৬ টার মধ্যে যে কোন সময় ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। ছেলে বাড়িতে না থাকার সুযোগে চুরি করে সটকে পড়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চুরি সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
রাতদিন সংবাদ
- Advertisement -