যশোর বেনাপোল সড়কের সদর উপজেলার মালঞ্চী গ্রামের এমবিবিআই ইট ভাটার সামনে রোড ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম ওয়ান স্যুটারগান,শাটারগান,পাইপগান,গু লি,ছোরা,দা, চা পাতি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ডাকাতেরা হচ্ছে,যশোর শহরের চাঁচড়া রায়পাড়া শামসু মিস্ত্রীর বাড়ির পাশে তৈয়ব আলীর ছেলে সাব্বির হোসেন,সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার আব্দুস সাত্তার গাজীর ছেলে সোহেল রানা,শহরের বারান্দি মোল্যাপাড়া ইউনুচ এর বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে রাকিব ইসলাম ও বারান্দীপাড়ার লাল মিয়ার ছেলে নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে পুলিশ সুপারের সভা কক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, চাঁচড়া ফাঁড়ির পুলিশ ৩০ সেপ্টেম্বর রাতে চাঁচড়া চেকপোষ্ট এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান মালঞ্চী গ্রামের এম,বি.বি.আই ইট ভাটার সামনে যশোর বেনাপোল মহাসড়কে কয়েকজন ডাকাত রাস্তায় ডাকাতি করার জন্য সমাবেত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করে পুলিশের কয়েকটি দল রাত সোয়া ১০ টার পর ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা চালায়। পুলিশ ডাকাত সদস্য সাব্বির হোসেনকে গ্রেফতার করে। পরে সেখানে থাকা অপর ডাকাত সদস্যদের গ্রেফতার করে। ডাকাতদের শরীরে লুকানো অস্ত্রগুলি ও সেখানে রাখা ডাকাতি সরাঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদী হয়ে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে আলাদা দু’টি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন সংবাদ
- Advertisement -