Monday, September 16, 2024

যশোর ভূমি অফিস থেকে দালাল আটক

- Advertisement -

যশোর সদর উপজেলা ভূমি অফিস থেকে হাতে নাতে এক প্রতারককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।আটক হাদিউজ্জামান মিলন সদর উপজেলার দাইতলা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।সূত্র জানায়, আটক মিলন দীঘদিন ধরে সদর উপজেলা ভূমি অফিস, বিআরটিএ অফিস সহ বিভিন্ন দপ্তরে দালালী সহ নানা প্রতারণা করে আসছিলো। এরমধ্যে মোস্তাফিজুর রহমান নামে একজনের কাছথেকে তিনদিনের মধ্যে জমির কাজ করে দেয়ার কথা বলে টাকা নেই। কিন্তু পরে ছয় মাসেও সে ওই কাজ না করে নানা তালবাহানা করতে থাকে।এরমধ্যে সে আবার গঢাকা দেয়।বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।মঙ্গলবার সকালে মিলন ভূমি অফিসে এসে ফের ঘোরাঘুরি করতে থাকে। পরে তাকে আটক করে সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।এসময় তিনি বলেন, ভূমি অফিসে কোনো দালাল,প্রতারকের ঠাঁই নেই।কাউকে কোনো ধরণের সন্দেহ হলে কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান তিনি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত