Saturday, September 14, 2024

যশোর বড় বাজারে মুন্না হত্যা মামলায় আটক শিমুলের জবানবন্দি, চাকু উদ্ধার

- Advertisement -

বিশেষ প্রতিনিধি
শহরের বড় মাছ বাজার এলাকায় নাইমুল ইসলাম ওরফে মুন্না হত্যা মামলার এজাহার নামীয় আসামী শিমুল(২৩)কে হত্যাকন্ডের ব্যবহৃত চাকুসহ গ্রেফতার পূর্বক বুধবার আদালতে সোপর্দ করলে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে উপশহর এলাকা থেকে শিমুলকে গ্রেফতার করে। সে ফরিদপুর জেলার নগর কান্দা উপজেলার শশা গ্রামের বর্তমানে যশোর শহরের লোন অফিস পাড়া পলি বস্তির মৃত দুলালের ছেলে। গ্রেফতার হওয়ার পর তার স্বীকারোক্তি মোতাবেক সদর উপজেলার শানতলা আলী কোল্ড ষ্টোরের সামনে লিটনের চায়ের দোকানের পাশে শিমুলের দেখানো মতে রাত সাড়ে ৯ টায় হত্যাকান্ডের ব্যবহৃত চাকু উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে শিমুলকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গৌতম মল্লিকের সামনে হাজির করলে শিমুল স্বেচ্ছায় মুন্না হত্যাকান্ডের বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। উল্লেখ্য,গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যারাতে শহরের বড় বাজার মাছ এলাকার মিন্টুর চায়ের দোকানের সামনে চা পানকালে একদল চিহ্নিত দূবৃর্ত্তরা ধারালো ছুরি দিয়ে মুন্নাকে আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় ২৬ ফেব্রুয়ারী আসামীদের নাম উল্লেখ করে মুন্নার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় শিমুল গ্রেফতার দিয়ে সকল আসামী গ্রেফতার হলো বলে মামলার তদন্তকারী কর্মকর্তার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত