Monday, November 11, 2024

যশোর বড় বাজারে আলু, পেঁয়াজের দাম বেশী নেয়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের বড় বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানা অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পেশকার জালাল উদ্দিন জানান ভ্রাম্যমাণ আদালত বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বড় বাজারের হাটখোলা রোডের আলুপট্টি ও এইচ এম এম রোডের কালীবাড়ি এলাকায় অভিযান চালান। মূলত পেঁয়াজ, কাঁচা মরিচ ও আলুর দর নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। কিন্তু ব্যবসায়ীরা কত টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত