Monday, September 16, 2024

যশোর চাঁচড়া ফাঁড়ি ও বাগ আঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে মাদক সহ ৫জন আটক

বাগ আঁচড়া তদন্ত কেন্দ্র ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদক হেফাজতে থাকার অভিযোগে এক শিশুসহ ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গয়ড়া গোয়াল বাতান গ্রামের আব্দুল আলিমের শিশু ছেলে শাহিন হোসেন (১৪),যশোর সদর উপজেলার পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে হাফিজুর রহমান,যশোর শহরের রেলগেট কয়লাপট্টি (সরকারী রেল কোয়াটার) মৃত তাছের মোল্যার ছেলে মোস্তাফিজুর রহমান, শংকরপুর নিউ রামকৃষ্ণ আশ্রম রোডের মৃত আব্দুল রশিদের ছেলে ফারুক হোসেন ও আশ্রম রোডের নুরু মিয়ার ছেলে সুজন।
বাগ আঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম কুমার জানান,মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকালে তার অধীনস্ত পুলিশের একটি টিম তদন্ত কেন্দ্রের রাড়ি পুকুর ময়নার বটতলা পাকা রাস্তার উপর থেকে শাহিন হোসেন নামে এক শিশুকে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। তাকে শার্শা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে। অপরদিকে,চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই মাসুদুর রহমান জানান, সোমবার ১৪ সেপ্টেম্বর ১০ টার পর গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেল কলোনী শিশুতলা বটতলা মোস্তাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় উক্ত বাড়িতে অবস্থানরত হাফিজুর রহমান,মোস্তাফিজুর রহমান,ফারুক হোসেন ও সুজনকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত