যশোর সদর উপজেলার জনৈক কিসমত নওয়াপাড়া ছালাভরা বিলের অংশ ধানের জমিতে বৃদ্ধ আব্দুল জলিল বিশ্বাসের (৫৭) অপমৃত্যু মামলা পাঁচ মাস পর হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে। নিহত বৃদ্ধের মেয়ে যশোর সদর উপজেলার বাহাদুরপুর হাউজিং প্লট স্থায়ী হাশিমপুর গ্রামের নাজমুল হোসাইনের স্ত্রী পলি খাতুন বাদী হয়ে শনিবার ৫ সেপ্টেম্বর রাতে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন,গত ১৭ মার্চ সকাল ১০ টায় তার পিতা আব্দুল জলিল বিশ^াস কিসমত নওয়াপাড়া এজাহারের ৩ বিঘা জমি বর্গা নিয়ে লেবারের সাথে কাজ করছিল। লেবারের চলে যাওয়ার সময় ওই দিন তার পিতা দুপুর আড়াইটার সময় ছাগলের জন্য ঘাস কাটছিল। বিকেল সাড়ে ৪ টায় খবর পান তার পিতার লাশ সেখানে পড়ে আছে। তিনি মামলায় বলেছেন,তার পিতা আব্দুল জলিল বিশ^াস দীর্ঘদিন যাবত টিবি রোগে ভুগছিল। তার পিতার মরদেহ উদ্ধার করে পুলিশ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। উক্ত মৃত্যু সংক্রান্ত সেই সময় সুরোতহাল রিপোর্ট ও ময়না তদন্ত সম্পন্নর পর পরের দিন দাফন সম্পন্ন করেন। এর পর শনিবার ৫ সেপ্টেম্বর থানা বাদীতে খবর দেন ময়না তদন্ত রিপোর্টে তার পিতাকে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ড রিপোর্ট দিয়েছে। উক্ত রিপোর্টের ভিত্তিতে হত্যা মামলা রুজু হয়েছে।
রাতদিন সংবাদ