Monday, September 16, 2024

যশোর কালেক্টরেট চত্তর থেকে দুই শিশু মাদক সেবনকারী আটক

যশোর কালেক্টরেট ভবনের নীচতলার পূর্ব পাশের্ সিড়ির উপর গাম জাতীয় টুলুইন ( আঠা ), ও জুতার আঠা (ড্যান্ডি) দিয়ে নেশা করার সময় দুই শিশুকে আটক করা হয়েছে। এরা হচ্ছে, যশোর শহরের খালদার রোডস্থ আলীয়া মাদ্রাসার পাশে কাশেমের ছেলে ইব্রাহিম সাগর (১২) ও সদর উপজেলার বিরামপুর কালীতলার নজর আলীর ছেলে সুজন সজল। দুই শিশুর বিরুদ্ধে যশোর সদরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিলা আখতার বাদী হয়ে সোমবার  রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। তাদেরকে প্রবেশন অফিসার সাইদুর রহমানের মাধ্যমে শিশু দু’জনের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। একই সাথে কোতয়ালি মডেল থানার সাধারণ ডাইরী মূলে আগামী ২৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার  রাতে কোতয়ালি মডেল থানায় যশোর সদর নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিলা আখতার বাদী হয়ে  ধৃত শিশু দু’জনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, সোমবার ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার সময় যশোর কালেক্টরেট ভবনের নীচতলায় সিঁড়ি ঘরে শিশু ইব্রাহিম সাগর ও সুজন সজলকে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে ধরা হয়। তারা দু’জনেই গাম জাতীয় মাদক যার রাসায়নিক নাম টলুইন সেবন করছিলেন।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত