যশোর উপশহর এলাকার চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ তারকাছথেকে চুরি করা একটি টিভি উদ্ধার করেছে। তার ঘনিষ্ট একাধিক মামলার আসামি ইমরান হোসেন সুজন ওরফে রোকনকে খুজছে পুলিশ।গত রোববার সকালে যশোন নতুন উপশহরের মীর মোকারম হোসেনের ছেলে মীর হাদিউজ্জামান চিমা বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি চুরি মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ৫৫ মিনিটে তার প্রতিষ্ঠানের অফিস বন্ধ করে বাড়ি যায়। ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ৫৫ মিনিটে প্রতিষ্ঠানের অফিস এসে দেখে নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার মূল্যের টিভি নাই। পরে পুলিশকে জানালে রিপন হোসেনকে আটক করে। রিপন উপশহর সারথী বস্তির আকবার হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় টিভি উদ্ধার হয়। রিপন হোসেন পুলিশকে তার সাথে কারা জড়িত তা প্রকাশ করেন। মামলায় পলাতক আসামিরা হলেন, সদর উপজেলার বিরামপুর ভাটপাড়া (বিল্লাল এর বাড়ীর ভাড়াটিয়া) মকবুল হোসেনের ছেলে সবুজ, নতুন উপশহর ১ নং সেক্টরের আকবার আলী খাঁর ছেলে ইমরান হোসেন ওরফে সুজন ওরফে রোকন ও ৫ নং সেক্টও নতুন উপশহর এলাকার মিন্টুর স্ত্রী ও হোসেন মিয়ার মেয়ে মোছাঃ রিনা বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
কাগজ সংবাদ