Thursday, November 14, 2024

যশোর আরবপুরে পুলিশ কর্মকর্তার ভাড়া ফ্লাটে দুধর্ষ চুরি

- Advertisement -

যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক বাসা নং ৫৫৬ এর তৃতীয়তলা ভবনের তৃতীয় তলা ফ্ল্যাটের ভাড়াটিয়া ওয়ারেন্ট অফিসার সাহাবুলের ঘরে গভীর রাতে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কেউ না থাকার সুযোগে নগদ ৫০ হাজার টাকা, সাড়ে ৫ ভরি স্বর্ণালংকর, শাড়ী,মোবাইলসহ সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় উক্ত ভবনের মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। রোববার রফিকুল ইসলামের দায়েরকৃত এজাহারে অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখ করেন। এজাহারে তিনি বলেছেন,তিনি তার পরিবার নিয়ে ভবনের নীচে বসবাস করেন। তার ভবনের তৃতীয়তলা ফ্ল্যাটের দক্ষিণ পাশের্^ ওয়ারেন্ট অফিসার সাহাবুল পরিবার নিয়ে বসবাস করেন। গত ১০ জুলাই সকালে সাহাবুলের স্ত্রী সামিরা ও ছেলে সোয়াইমিনুল তার নানা বাড়ি বাঘার পাড়ায় বেড়াতে যায়। ১১ জুলাই রাত পৌনে ১২ টা হতে পরের দিন ১২ জুলাই সকাল ৯ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোরেরা উক্ত ফ্ল্যাটের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ড্রয়ারসহ বিভিন্ন বাক্স ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের গহনা দু’টি মোবাইল ফোন, ল্যাপটপ কম্পিউটার, শাড়ীকাপড়সহ ৪লাখ ৬১ হাজার টাকার মালামাল নিয়ে সটকে পড়ে। উক্ত তৃতীয়তলার উত্তর পাশের  ভাড়াটে মোস্তফা কামাল ১২ জুলাই সকালে ভিতর থেকে দরজা খুলতে গিয়ে দেখতে পাই। তার হ্যাজবোল্ডের বাইরে থেকে আটকানো। তিনি বাড়ির মালিকের স্ত্রী তহমিনার মোবাইল নাম্বারে বিষয়টি ফোন দিয়ে জানালে পরবর্তীতে বাড়ি বাড়িওয়ালা রফিকুল ইসলাম ও তার স্ত্রী এসে দেখেন ওয়ারেন্ট অফিসার সাহাবুলের দরজা খোলা ও মোস্তফা কামালের ঘরের বাইরে থেকে হ্যাজবোল্ড আটকানো। সাহাবুলের ঘরের দরজা খোলা দেখে সাহাবুলকে ফোন করে ডাকে। সাহাবুল এসে দেখেন তার ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালংকরসহ মালামাল নেই।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত